সিটিজেন চার্টারঃ
রেজিষ্ট্রী অফিসে নাগরিকদের সেবার তালিকা
১। স্থাবর অস্থাবর সম্পত্তির হস্তান্তর দলিল রেজিষ্ট্রী করা হয়।
২। দলিল রেজিষ্ট্রীর জন্য গ্রহণের পর বালামে নকল পূর্বক তা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
৩। কোন দলিল হারাইয়া/ ধ্বংস হইলে অথবা দলিলের লেখা অষ্পষ্ট হইয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি/ অন্য যে কোন ব্যক্তি তাহার প্রয়োজনে এখান হইতে দলিলের নকল সংগ্রহ করিতে পারেন।
৪। প্রত্যাশি ব্যক্তি বা সংস্থা তাল্লাশীর মাধ্যমে হস্তান্তরিত দলিল সংক্রান্ত সকল তথ্য পাইতে পারেন।
৫। প্রত্যাশি ব্যক্তি বা সংস্থা তল্লাশী করিয়া এখান হইতে দলিল লিখক/ তল্লাশকারীর মাধ্যমে এন.ই.সি পাইতে পারেন।
রেজিষ্ট্রেশন ফিস
১। কবালা, দানপত্র, বিনিময়, নাদাবী, সেটেলমেন্ট ইত্যাদি দলিলের সম্পত্তি মূল্যের উপর কমপক্ষে ১০০/- এবং সম্পত্তির মূল্য ৫০০০/- টাকার অধিক হলে ২% হারে ফিস।
২। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সম্পাদিত কোন বন্ধকনামা দলিল দ্বারা যে পরিমাণ অর্থকে নিরাপত্তা প্রদান করা উক্ত পরিমাণ অর্থকে দলিলের মূল্য ধার্য্য ক্রমে নিম্ন বর্ণিত হারে ফিস প্রদেয়।
ক) অনুর্ধ ৫ লক্ষ টাকা = ১% কিন্তু > ২০০-৫০০ < টাকা
খ) ৫ লক্ষ টাকার উর্দ্ধে কিন্তু অনুর্ধ ২০ লক্ষ টাকা = ০.২৫% কিন্তু > ১৫০০-২০০০ < টাকা
গ) ২০ লক্ষ টাকার উর্দ্ধে = ০.১০% কিন্তু > ৩০০০-৫০০০ < টাকা
৩। আমমোক্তার দলিলের ক্ষেত্রে ইফিস =১০০ টাকা
৪। মুসলিম ব্যক্তিগত ধর্মীয় আইনে হেবা দলিলের ক্ষেত্রে সম্পত্তির মূল্য নির্বিশেষে ১০০ টাকা।
৫। স্থাবর সম্পত্তি বন্টন নামা দলিলের ক্ষেত্রে ফিস প্রদেয় ঃ
ক) ৩ লক্ষ টাকা পর্যন্ত ৫০০ টাকা
খ) ৩ লক্ষ টাকার উর্ধে কিন্তু অনুর্ধ ১০ লক্ষ টাকা = ৭০০ টাকা
গ) ১০ লক্ষ টাকার উর্ধে কিন্তু ৩০ লক্ষ টাকা = ১২০০ টাকা
ঘ) ৩০ লক্ষ টাকার উর্ধে কিন্তু ৫০ লক্ষ টাকা = ১৮০০ টাকা
ঙ) ৫০ লক্ষ টাকার উর্ধে = ২০০০ টাকা।
৬। ট্রস্ট দলিলের ক্ষেত্রে ফিস প্রদেয়
ক) ৫ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন ১০০ টাকা।
খ) ৫ হাজার টাকার উর্ধে ২৫০০ টাকা।
৭। উইল দলিল রেজিষ্ট্রীকরন বা উইল নাখোশ বা রদ করার জন্য ২০০ টাকা।
৮। দলিলের নোটিশের ক্ষেত্রে কোর্ট ফি ১০ টাকা।
তাল্লশ/ পরিদর্শন/ নকল ফিস
১। তাল্লাশঃ প্রতি দলিলে বর্ণিত সম্পত্তি ২নং সূচী বা ব্যক্তির নামের ১নং সূচী প্রতি এন্ট্রি জমা
ক) প্রথম ১ বছরের জন্য ২০ টাকা এবং একাধিক বছরের জন্য প্রতি বৎসর ১৫ টাকা তবে সব্র্বোচ্চ ১৫০ টাকা।
খ) নকল ফিসঃ প্রতি ৩০০ শব্দের জন্য ৩০ টাকা এবং ইংরেজী ৩০০ শব্দের জন্য ৪৫ টাকা ফিস প্রদেয় এবং জরুরী নকলের ক্ষেত্রে ৫০ টাকা অথবা ৪ পৃষ্ঠার বেশী হলে প্রতি পৃষ্ঠা ১৫ টাকা হারে।
নকলের কোর্ট ফি ২০ টাকা।
ষ্টাম্প শুল্কের হার
১। কবালা/ দানপত্র/ বিনিময় দলিলের ক্ষেত্রে সম্পত্তির ৩% হারে
২। সম্পত্তি বিক্রয়ে বায়না/ চুক্তি /ভ্রম সংশোধন/ হ্রদ করন/ রিডেমশন এর ক্ষেত্রে ৩০০/- টাকা
না দাবী/রহিতকরনপত্র-২০০টাকা
৩। হেবা/ হলফনামা/ ঘোষণাপত্র ২০০ টাকা।
৪। আমমোক্তার নামা দলিলে ১০০০ টাকা।
৫। ওয়াকফ নামা/ অর্পননামা/ সেটেলমেন্ট দলিলের ক্ষেত্রে ২% হারে।
৬। বন্ধকী দলিল (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান)
ক) ২০ লক্ষ টাকা পর্যন্ত ২০০০ টাকা।
খ) ২০ লক্ষ টাকার উর্ধে অনুর্ধ ০১ কোটি টাকা পর্যন্ত ৫০০০/- টাকা।
গ) ০১ প্রথম এক কোটি টাকার জন্য ৫০০০/- এবং পরের অবশ্ষ্টি ঋণের টাকা বাবদ ০.১০% হারে অতিরিক্ত শুল্ক।
৭। ট্রাষ্ট দলিল সম্পত্তির ২% ।
৮। অতিরিক্ত ফিস
ক) ৩১ ধারা কমিশনের ক্ষেত্রে জে (১) ৩০০ টাকা
খ) এন ফিস প্রতি পৃষ্ঠা ৪০ টাকা হারে।
গ) দলিল রেজিষ্ট্রী সম্পূর্ন হওয়ার পর ফেরত দলিল এক মাসের বেশী অফিসে থাকিলে প্রতি মাসের জন্য ৫ টাকা হারে ফিস প্রদেয় এবং সর্বোচ্চ ১০০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস